প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৮:২১ পিএম | অনলাইন সংস্করণ
বিশেষ গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনহীন ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে একটি কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার ও সেলস রিপ্রেসেন্টেটিটিভকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে জেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় ভেজাল ওষুধবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এসময় অনুমোদনহীন ও ভেজাল ওষুধসহ পেডিকেয়ার ফার্মার দুই প্রতিনিধিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের নিরাস উদ্দিনের ছেলে মেডিকেল প্রমোশন অফিসার সুজাউর রহমান ও রাজশাহীর নতুন ফুদকিপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে সেলস রিপ্রেসেন্টেটিটিভ জুয়েল রানা(২৯)।
জেলা ওষুধ তত্বাবধায়ক মো. আবু জাফর জানান, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান ভেজাল ওষুধ জব্দ করা হয়। এগুলো ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই বাজারজাত করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ওষুধের বাজারমূল্য আনুমানিক ২২ হাজার টাকা বলে জানা যায়