প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৬:১৩ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তর মুগদায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল নূরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর নেপথ্যের কারণ বেরিয়ে এসেছে। চোরাই মোবাইল বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, রোববার (১০ মার্চ) রাজধানীর মুগদা এবং মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করে র্যাব।
ক্রয়কৃত মোবাইলের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারায় পিয়াসকে হত্যা করে অনিক ।
ভোরের পাতা/ এমআরআই