প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২:৩০ পিএম আপডেট: ১১.০৩.২০২৪ ২:৩২ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ৩২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একাধিক অভিযানিক দল ।
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ১০ মার্চ রবিবার রাতে র্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৩২ জন সদস্যকে গ্রেফতার করে।
এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৫ গ্রাম গাঁজা, ২১ টি চাকু, ১৯ টি মোবাইল ফোন, ০১ টি মানি ব্যাগ, ০৪ টি ছুরি, ০১ টি ভাং, ০১ টি খুর এবং নগদ ৯৯৯০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের পাতা/ এমআরআই