প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২:৩০ এএম | অনলাইন সংস্করণ
শিক্ষার মানোন্নয়নে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন। তিনি যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত কালিহাতী, অবৈধ বালু ব্যবসা বন্ধে ব্যাতিক্রমধর্মী নানা কর্মসূচি পালন করে আসছেন।
কর্মসূচীর মধ্যে সুন্দর হাতের লেখার প্রতিযোগীতা, আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ, কালিহাতীতে প্রথম আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট নির্মাণসহ বিভিন্ন ব্যাতিক্রমধর্মী কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১০ মার্চ) শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই সহস্রাধিক শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন'র সভাপতিত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। এছাড়াও দুই সহস্রাধিক শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এধরণের অনুষ্ঠান বা কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন।