প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ১০:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
পবিত্র মাহে রমজানের শুরুর তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। সেই হিসেবে আজ রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে।
এর আগে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই রমজানের তারিখ ঘোষণা করেছে। দেশগুলো জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাসের প্রথম তারিখ।
রোববার (১০ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম তারিখ।