প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ১:১৮ এএম | অনলাইন সংস্করণ
প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের (পিমা) তৃতীয় বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা-চাঁদপুরে এক আনন্দঘন নৌ ভ্রমণের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (পিমা), ঢাকায় প্রকাশিত জাতীয় সকল দৈনিক পত্রিকার বাণিজ্যিক বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সংগঠন।
এই বনভোজনের মূল আকর্ষণ ছিল পিমার সদস্যদের নিয়ে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা। সদস্যদের নিয়ে খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম। দ্বিতীয় আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুর রহমান। র্যাফেল ড্র পরিচালনায় ছিলেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরোয়ার কবির শাকিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (পিমা)-র সভাপতি মো. আল আমিন। বনভোজনকে সফল করতে কাজ করেছেন কমিটির সাধারণ সম্পাদক শেখ মহসিন, সিনিয়র সহ সভাপতি মাহিদুল ইসলাম জাকির, পিকনিক কমিটির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মুন্সী আব্দুল আলী, সহ সভাপতি মো. মোমিতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও পিকনিক কমিটির সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে বনভোজন কমিটির আহবায়ক মাহবুবুর রহমান সকল সদস্য, পিমার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বসুন্ধরা গ্রুপ, বেঙ্গল ক্লাষ্টার, বিকাশ, নগদ, ওয়ালটন, রুপালী ব্যাংক পিএলসি, নভো এয়ার, আর আর কেবল, এয়ার এশিয়া, ইলেকট্রো মার্ট, পণ্য বিডি, প্রবাসী পল্লী, গ্রীন লাইন পরিবহন, মার্স মোবাইল, এক্সিম ব্যাংক পিএলসি, পপুলার লাইফ ইন্সুরেন্স, ষ্ট্যার্ন্ড ব্যাংক পিএলসি সহ এ অয়োজনকে যারা স্পন্সর করেছেন তাদের ধন্যবাদ জানান।