প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:১৯ পিএম | অনলাইন সংস্করণ
চিনির দাম কেজিপ্রতি ৩০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সমালোচনার মুখে গতকাল নির্ধারিত হওয়া কেজিপ্রতি ১০০ টাকার সিদ্ধান্ত পাল্টে আগের মূল্য ৭০ টাকাতেই চিনি বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির। তিনি বলেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।
প্রসঙ্গত, কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে টিসিবি যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়ানো হয়েছিল। যা নিশ্চিত করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে।
কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে। একইসঙ্গে কেজিপ্রতি চিনির দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভোরের পাতা/আরএস