প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ২:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ট্যুরিজম ফেয়ারে যোগ দিতে জার্মানি বার্লিনে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী লে. কর্নেল ( অব.) মোহাম্মদ ফারুক খান এমপি।
বার্লিন বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত মোশাররাফ হোসেন ভুইয়াঁসহ জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী মোহাম্মদ ফারুক খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন হোটেল ফটকে।
এ সময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান, জার্মান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নুরি, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষ, জার্মান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পিয়েল আহমেদ, জার্মান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আলী, জার্মান আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ওয়াদুদ মিয়া, বার্লিন আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন, বার্লিন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রেদোয়ান, বার্লিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, বার্লিন যুব লীগের সাধারণ সম্পাদক লিখন খান, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরও অনেকেই।
ভোরের পাতা/আরএস