প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ২৩ দফা নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন টেবিল ঘড়ি প্রতীকের মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু।
বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নগরীকে আধুনিক, স্মার্ট ও মডেল সিটি করপোরেশেনে রূপান্তর করার প্রত্যয়ে এই ইসতেহার ঘোষণা করেন তিনি। ইসতেহারে যানজট ও জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করা, অ্যাপস’র মাধ্যমে নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন করা, দুষণমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত উৎপাদন, সাংস্কৃতিক পল্লী ও শিশুপার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্মেপোরেশন নির্বাচনে মেয়র পদে ৬জন' ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন।