প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমির শ্রেণী পরিবর্তন না করেই গোসাইরহাটে অবাধে চলছে মাছের ঘের তৈরি। বিশেষ করে শরীয়তপুর জেলা গোসাইরহাট উপজেলা অধ্যুষিতকোদালপুর, আলালপুর ও কুচাইপট্টি ইউনিয়নের এ প্রবণতা সবচেয়ে বেশি।অনুমতি না নিয়ে মাছের ঘের বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে না বলে এই প্রবণতা বেড়েই চলেছে।
প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় গোসাইরহাটে কৃষি জমি কেটে অবাধে মাছের ঘের নির্মাণের কারণে কমছে আবাদি জমি।
এক শ্রেণীর লোক জমি লিজ নিয়ে এই ঘের তৈরি করে মাছ চাষ করছে।
এ বিষয়ে গোসারহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ফসলের জমি কেটে মাছের প্রজেক্ট কাটা হচ্ছে এই ব্যাপারটা আপনাদের মাধ্যমে আমি জানলাম। ব্যাপারটা আমি দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব।