প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
নাশকতার আগুনে দিনমজুরের স্বপ্নপুড়ে ছাঁই হয়েছে। এনজিও থেকে নেওয়া প্রায় দেড়লাখ টাকায় কেনা গরু-ছাগল পুড়ে ছাঁই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ভ্যান চালক সজীব হোসেনের পরিবার। নাশকতার এই বর্বর ঘটনাটি ঘটে, রবিবার ভোর ৪টার দিকে যশোর ঝিকরগাছার নিভৃতপল্লী জাফরনগর গ্রামে।
জানাগেছে, ওই গ্রামের ইমারত নির্মাণ শ্রমিক তরিকুল ইসলামের ছেলে ভ্যানচালক সজীব হোসেন’র(২২) গোয়াল ঘরে দূর্বৃত্তের দেওয়া আগুনে ২টি গরু ও ২টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।
আরো ৩টি ছাগলের অবস্থা আশংকাজনক। নাশকতার শিকার ভ্যানচালক সজীবের অভিযোগ, তার বাবা ৩সন্তানের জনক তরিকুল ইসলাম জাফরনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে ২বছর আগে বিয়ে করে অন্যত্র ঘর-সংসার করা ও তাদের সম্পত্তি থেকে বিরত করে ফুফুদের নামে ৫শতাংশ জমি দানপত্র করে দেয়। এরই জের ধরে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
এঘটনায় ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।