প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
আশুলিয়ায় মাদক নির্মূলে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা অফিসার ইনচার্জ, এ.এফ.এম.সায়েদ। দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ.এফ.এম. সায়েদ বলেন, মাদক নির্মূলে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা জিরো টলারেন্স অবস্থানে। আমরা সবাই চাই মাদক নির্মূল সেক্ষেত্রে সংবাদ প্রকাশ করে মাদক ব্যবসায়ীদের মুখ উম্মচন করবেন আমরা আইনগত ব্যবস্থা নিবো। সাধারন মানুষ সামাজিক ভাবে আন্দোলন গড়ে উঠলে সেখানে কোন মাদক ব্যবসায়ী গড়ে উঠবে না। গত মাসে আশুলিয়া থানায় ৩৫টি মাদক মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি মাদক কারবারীদের আইনের আওতায় আনার জন্য।
তিনি আরো বলেন, আমি আসার পরে তিনটি হত্যা মামলা পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতারও করেছি সিসি টিভি ও সোর্সেও মাধ্যমে। তাই যারা বাড়ির মালিক আছেন অবশ্যই ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ড এর ফটোকপি নিয়ে রাখবেন এবং অবশ্রই সিসি টিভি ক্যামেরা বাড়ির আশেপাশে লাগাবেন তাহলে যেকোন ঘটনা উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম। স ালনায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় আশুলিয়ার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।