প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ১১:৪০ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামে লালমাটির টিলা কেটে ইটভাটায় মাটি বিক্রির দায়ে সাবেক মেম্বার মো: সেলিম (৪৫) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় এক লক্ষ সত্তোর হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৩ মার্চ) রাতে কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, বেশ কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামের টিলার মাটি কেটে ভূমি দস্যুরা ইটভাটাসহ বিভিন্ন এলাকার ফসলি জমি ভরাট করছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার সত্যতা পেয়ে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি জানান, আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কাপাসিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।