প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:১৬ পিএম আপডেট: ০২.০৩.২০২৪ ৬:২১ পিএম | অনলাইন সংস্করণ
ভোটের আগে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নই এবারের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। চারদিনের ডিসি সম্মেলন রোববার শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।
মাহবুব হোসেন বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসন কীভাবে কাজ করবে, তা নীতি নির্ধারকরা বলবেন। আর বাস্তবায়নে অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরবেন জেলা প্রশাসকেরা।
ডিসি সম্মেলন ৩৫৬টি ইস্যু নিয়ে আলোচনা হবে বললে জানান মাহবুব হোসেন। বলেন, এবার সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের, ২২টি।
জেলা প্রশাসক সম্মেলন হবে ৩০ অধিবেশনে। এরমধ্যে কার্যাধিবেশন হবে ২৫টি। অংশ নেবে ৫৬ বিভাগ ও সংস্থা।
ভোরের পাতা/আরএস