প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১০:২০ এএম | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার বাড়ছে। বর্ধিত মন্ত্রিসভার সদস্যরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রিসভায় কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্ত্রিসভায় ডাক পাওয়া নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন।’
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘এ নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। আমি যা বলি একবারেই বলব।’
বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছে। তবে কোনো উপমন্ত্রী নেই। ৩৭ জনের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর হাতে রয়েছে একাধিক মন্ত্রণালয়। যেগুলোতে এখনো কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ হয়নি। এরমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। অন্যদিকে কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই, কয়েকটিতে আবার পূর্ণমন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই। মন্ত্রিসভা সম্প্রসারণে এই বিষয়গুলো বিবেচনায় আসতে পারে বলে গুঞ্জণ রয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।
এর পর থেকেই আলোচনা চলছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথ হয়েছে বুধবার। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।