শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১

শিরোনাম: টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিন গাড়িকে বাসের ধাক্কা, নিহত ৫   অনলাইনে দীর্ঘসময় কাটাচ্ছে কিশোর-কিশোরীরা, আসক্তি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ কী?   ১৫ কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি   রাউজানের যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি   সৎ নেতৃত্ব থেকে দেশ এখনো বঞ্চিত : জামায়াতের আমির   রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা   জানুয়ারিতে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর
ভোরের পতা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফর করছেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন প্রতিনিধিদলের প্রধান এইলিন লাউবেকার।

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা যুদ্ধ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানা দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বঙ্গবন্ধুর খুনিকে ফেরানোর বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

দশ সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছে শনিবার। আর রোববার ছিলো  সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক।

প্রতিনিধিদলের নেতা এইলিন লাউবেকার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর। তার সঙ্গে রয়েছেন- ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার ও স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে দলটি। এরপর সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে।

বৈঠকের বিষয়ে হাছান মাহমুদ বলেন, গাজায় ইসরাইলের হামলা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিষয়ে আলাপ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা পাঁচ দফা সুপারিশ করেছে। বিষয়টি বাংলাদেশ খতিয়ে দেখছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির উত্তর দেয়া হয়েছে। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের কাছে চিঠির একটি কপি হস্তান্তর করা হয়েছে। আর চিঠির মূল কপি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউজে হস্তান্তর করবেন।

এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। 




ভোরের পাতা/আরএস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]