শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ফিফার বর্ষসেরা তালিকায় মেসি-এমবাপ্পে   আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিলো আমিরাত   ‘বাজারে পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে’   ময়মনসিংহে বিসিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট   সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে নিহত ২০০   সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে   মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে মায়ামি!   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুর্নীতি প্রতিরোধে সকল সেবা ডিজিটাইজেশন করছে সরকার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও স্টার্ট-আপদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে সচতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মোখতার আহমেদ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজ পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান এনায়েত করিম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মো. মোখতার আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার সকল সেবা ডিজিটাইজেশন করছে। ফলে বর্তমানে তথ্য অধিকার আইনের আওতায় যে কোনো তথ্য জনগণ জানতে পারে। এছাড়া জি আর এস বা অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সরকারি যে কোনো সেবা নিয়ে অভিযোগ থাকলে অনলাইনে দাখিল করা যায়। এর মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি দ্রুত প্রতিকার পাবেন বলে আমরা আশা করি। 

আলোচকের দৈনিক খবরের কাগজ এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান এনায়েত করিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় শুরুর পর থেকে প্রযুক্তি ব্যবহারের ফলে সময়, অর্থ-দুর্নীতি সবই কমে এসেছে৷ আগে কিছু করতে হলে মানুষকে শারীরিকভাবে সেখানে উপস্থিত হতে হতো৷ এখন অটোমেশনের ফলে শারীরিক উপস্থিতি যেমন কমছে, তেমনি দুর্নীতিও কমছে৷ এক্ষেত্রে শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। তাই সমাজের সকল স্তরে প্রযুক্তির ব্যবহার অবশ্যক হয়েছে৷ এক্ষেত্রে রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

সেমিনারে রাজশাহী হাই-টেক পার্কের বিভিন্ন বিনিয়োগকারী এবং স্টার্ট-আপ উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে উন্মুক্ত আলোচনায় পার্কের টেনেন্ট এবং স্টার্ট-আপগণ  বিভিন্ন মতামত এবং পরামর্শ প্রদান করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]