প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৩ পিএম | অনলাইন সংস্করণ
রস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে হাওয়ার উপরে কথা বলছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিএনপি নেই। তারা বিরোধী দল নয়। তারা অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল। দলটি ২৮ অক্টোবর সন্ত্রাস করেছে। প্রধান বিচারপতির বাসা, জাজেজ কমপ্লেক্স, হাসপাতালে ভাঙচুর করেছে। এর সাথে শীর্ষ রাজনৈতিক নেতারা জড়িত ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছিল। এখন তারা আইনি প্রক্রিয়ায় ছাড়া পাচ্ছে। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে সমস্যা নেই। তবে আন্দোলনের নামে নৈরাজ্য করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। পুলিশের আইজির ভাই নির্বাচনে ফেল করেছে, অনেক রানিং মন্ত্রী ফেল করেছে। তাই বিএনপি নির্বাচন নিয়ে হাওয়ার ওপর কথা বলছে। তারা এ নিয়ে কী বললো, তাতে কিছু আসে যায় না।
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের ঢুকতে দেয়া হবে না। বরং যারা আছে, তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, বন্দী প্রত্যর্পণ চুক্তি করতে চায় সৌদি আরব। সৌদিতে বাংলাদেশের কেউ অপরাধ করলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যাতে বাংলাদেশের আইনে তার বিচার হয়। তেমনিভাবে বাংলাদেশে কোনো সৌদি নাগরিক অপরাধ করলে একই ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
ভোরের পাতা/আরএস