প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশ আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়।
মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
ওই দিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অবস্থিত মরহুম পনির উদ্দিন মডেল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাদরাসা মাঠে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একটি বর্ণাঢ্য র্যালি মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
এছাড়াও ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতি উদ্দেশ্যে আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদরাসার মুহতামিন হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী। ওই সময় উপস্থিত ছিলেন, মরহুম পনির উদ্দিন মডেল মাদরাসার পরিচালক ও সাংবাদিক আসাদুল ইসলাম সবুজ সহ শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ।