প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২.১ মি.কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি পক্ষে, কাপাসিয়া উপজেলার পরিষদ, কাপাসিয়া উপজেলার প্রশাসন,উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,কাপাসিয়া থানা,উপজেলা আওয়ামী লীগ, সিপিবি, কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি,উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় শ্রমিক লীগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,পল্লী বিদ্যুৎ সমিতি,কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়,কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী,সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমি, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, এড. মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, রওশন আরা সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, দিলারা আক্তার মনি, সাংবাদিক নুরুল আমিন সিকদার প্রমূখ।