প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪১ পিএম | অনলাইন সংস্করণ
সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায়ও উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রায়পুরা থানা, পৌরসভা, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, রায়পুরা প্রেসক্লাব, সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা করা হয়।
পরে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।