প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩০ পিএম | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতির বেদি। নির্বিঘ্ন পরিবেশে দিবসটি পালনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। আল্পনায় সেজে উঠেছে শহীদ বেদি। পাশাপাশি দেয়াল চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির গৌরবজ্জ্বল ইতিহাস।
বিশেষ এই দিবসটিকে ঘিরে আগ্রহের শেষ নেই প্রবাসী বাংলাদেশিদেরও। বাংলার সঙ্গে মিশে যেতে অনেকেই ছুটে এসেছেন হাজার মাইল দূর দেশ থেকে।
এদিকে দিনটিকে ঘিরে নিরাপত্তামূলক সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও প্রস্তুত বিশেষ দিনের বিশেষ ক্ষণ উদযাপনের জন্য।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন গণমাধ্যমকে বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি বা এ ধরনের তথ্য নেই। তারপরও আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি।
প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারে আগতদের পলাশী দিয়ে ঢুকে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখারপুল দিয়ে শহীদ মিনার এলাকা ছাড়তে হবে।
ভোরের পাতা/আরএস