প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০০ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।
আনোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আমরা এখনো তাদের পরিচয় জানতে পারিনি। গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।