প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৫ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিন ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করবো- যারা ঘটনাগুলি ঘটেয়েছেন, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।
ফখরুলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ী এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে ও বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উল্লেখ্য করে তিনি বলেন, বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৮ অক্টোবর যে হত্যাকাণ্ড হয়েছিল- সবমিলিয়ে বিএনপির অপরাধ ও অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খুনিদের দল। এ দলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদন্ড প্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে। এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এ দলটির উপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নাড়ী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয় গড়ে উঠতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যকুল হয়ে পরে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।