শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১

শিরোনাম: টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিন গাড়িকে বাসের ধাক্কা, নিহত ৫   অনলাইনে দীর্ঘসময় কাটাচ্ছে কিশোর-কিশোরীরা, আসক্তি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ কী?   ১৫ কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি   রাউজানের যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি   সৎ নেতৃত্ব থেকে দেশ এখনো বঞ্চিত : জামায়াতের আমির   রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা   জানুয়ারিতে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু মুর‌্যালে থাকা সাবেক এমপির ছবি ভাংচুর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪০ এএম | অনলাইন সংস্করণ

খুলনার পাইকগাছায় জিরোপয়েন্ট চত্বরে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালের নিচের দিকে সাবেক এমপির প্রতীক ছবিটি কে বা কারা ভাংচুর করেছে। শনিবার পৌরসদরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙ্গার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

দেখা যায়, বঙ্গবন্ধু মুর‌্যালের পাশে বসানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিচে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন (এমপি) ও সদ্য সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু'র পাথরে খচিত ছবি। সবকটি ছবি কালো কাপড় দিয়ে ঢাকা ছিলো। উপস্থিতিদের ধারনা ২/৪ দিনের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা খুলনা-৬ সদ্য সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর মুর‌্যালটি শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাংচুর করা হয়েছে। উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে সেটা খুবই দুঃখজনক। ভালো কাজের স্বীকৃতি না দিলে সমাজে ভালো কিছু আশা করা যায়না। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শনের সময় বলেন, ঘটনাটি দুঃখজনক পুলিশ বিষয়টি তদন্ত করছে। দুষ্কৃতকারী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করছি। মুর‌্যালের পরিকল্পনা ও বাস্তবায়নকারি সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, মুর‌্যালে শুধু আমার ছবি নয়, জাতির জনক, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের পাথরে খচিত ছবি দিয়ে তৈরী করা হয়েছে। যাতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা। এটা শুধু জিরোপয়েন্ট নয় পাইকগাছাকে সৌন্দর্য মন্ডিত করেছে। কোনো অশুভ চক্র এ জঘণ্য কর্ম করেছে। এর নিন্দা জানানোর ভাষা আমার নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]