প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৬ পিএম আপডেট: ০৮.০২.২০২৪ ২:১২ পিএম | অনলাইন সংস্করণ
সড়ক ও মহাসড়কে সবজিসহ অন্যান্য পণ্যবাহী গাড়ি হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় ঢাকা, নারায়নগঞ্জ এবং গাজীপুরের বিভিন্ন স্থান হতে ৩২ জন চাঁদাবাজকে হাতেনাতে বিভিন্ন আলামতসহ গ্রেফতার করেছে র্যাব-১ এর আভিযানিক দল । বৃহস্পতিবার উত্তরা র্যাব-১ এর মিডিয়া সেন্টারে এসব কথা বলেন র্যাব -১ এর পরিচালক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ।
র্যাব জানায় সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশের সকল শ্রেণীর নাগরিক বাজার করতে গিয়ে দূর্ভোগের স্বীকার হচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা সবজি বাজারে অধিক দামে সবজি বিক্রয়ের ব্যাপারে জনমনে অসন্তোষ পরিলক্ষিত হয়। যেখানে পাইকারী বাজার এবং খুচরা বাজারে সবজির মূল্যে তারতম্য দেখা যায়। পণ্য উৎপাদনের স্থান হতে পাইকারী বাজারে পরিবহনের সময় দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ধাপে ধাপে চাঁদা দেয়ার কারণে পাইকারী বাজারে এসে বেড়ে যাচ্ছে সবজির দাম। যার মাশুল গুনতে হয় সাধারণ ক্রেতাদের।
প্রতিটি ট্রাক ও পণ্যবাহী যানবাহন হতে ২০০-৩০০ টাকা চাঁদা আদায় করে থাকে এ চক্রটি ।
ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বিভিন্ন স্থান হতে প্রতি রাতে এ চক্রটি পণ্যবাহী গাড়ির চালকদের নিকট হতে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানায় র্যাব।
ভোরের পাতা/এমআরআই