প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে জয়শঙ্করের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে ড. হাছানকে ভারতে স্বাগত জানিয়ে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আপনাকে ভারতে স্বাগতম। আমাদের আজকের আলোচনা ভারত-বাংলাদেশের মৈত্রীকে শক্তিশালী করবে।
দ্বিপক্ষীয় সফরে প্রথম বিদেশ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আজ বুধবার সকালে দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন তিনি।
ভোরের পাতা/আরএস