শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১

শিরোনাম: ২০২৪ সালে সড়কে নিহত ৮৫৪৩, আহত ১২৬০৮   গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৫০ ফিলিস্তিনি নিহত   হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ   এশিয়াতে চোখ রাঙাচ্ছে‘এইচএমপিভি’ভাইরাস   বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান   ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক   ঢাকায় আজ দেখা মিলতে পারে সূর্যের, বাড়বে দিনের তাপমাত্রা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রনসের বসন্ত আবাহন সংবর্ধিত একাত্তরের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) আয়োজিত নজরুল বিরচিত বসন্তের গান এবং একাত্তরের কণ্ঠযোদ্ধা শিল্পী ডালিয়া নওশিনের সংবর্বধনা মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। 

সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পী পারভীন সুলতানা, মাহমুদুল হাসান, গোলজার হোসেন উজ্জ্বল এবং নাদিয়া আরেফিন শাওন।   

মুক্তিযোদ্ধা ডালিয়া নওশিন একজন দেশবরেণ্য নজরুল-সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানে শিল্পী করিম হাসান খান দর্শকদের সামনে ডালিয়া নওশিনের সঙ্গীতজীবন নিয়ে কথা বলেন এবং সম্মাননা স্মারক তুলে দেন। বরেণ্য শিল্পীকে ফুল দিয়ে স্বাগত জানান মনোজ সেনগুপ্ত। 

'বসন্ত আবাহন' শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন নাদিয়া আরেফিন শাওন। পরিবেশন করেন সেদিন যদি পড়ে আমার মনে, আবার ভালোবাসার সাধ জাগে, হায় আঙ্গিনায় সখি এবং ঝরা ফুল দ'লে কে অতিথি। তিনি শারীরিক অসুস্থতা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। পরের শিল্পী ড. গোলজার হোসেন উজ্জ্বল পরিবেশন করেন আসলো যখন ফুলের ফাগুন, ফাগুন রাতে ফুলের নেশায়, আজি মনে মনে লাগে হরি এবং নব কিশলয় রাঙা শয্যা পাতিয়া। 

গোলজারের পরিবেশনার পর নজরুলের কবিতা পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ সেনগুপ্ত। কবিতা পাঠের পর প্রনস গ্রুপের সাধারণ সম্পাদক শিল্পী পারভীন সুলতানা পরিবেশন করেন ফুল ফাগুনের এলো মরশুম, ব্রজগোপী খেলে হোরী, চৈতালী চাঁদিনী রাতে এবং কেন মনবনে মালতী বল্লরী দোলে। 

নির্ধারিত শিল্পীদের মধ্যে সর্বশেষ শিল্পী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান। তিনি পরিবেশন করেন পলাশ ফুলের গেলাস ভরি, আসে বসন্ত ফুলবনে, পিয়া গেছে কবে পরদেশ এবং ওগো চৈতি রাতের চাঁদ। 

এরপর মঞ্চে আসেন সংবর্ধিত শিল্পী ডালিয়া নওশিন। তিনি প্রথমে পরিবেশন করেন নজরুল-সৃষ্ট রাগের গান 'দোল চাঁপা বলে দোলে’। তার পরিবেশিত দ্বিতীয় গানটি ছিলো 'কুহু কুহু কুহু কোয়েলিয়া’।

এই বয়সেও গান দুটিতে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। দর্শক সারিতে বিরাজ করছিল পিনপতন নিরবতা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]