প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৩ পিএম আপডেট: ০৬.০২.২০২৪ ১০:১৭ পিএম | অনলাইন সংস্করণ
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। কেজি প্রতি গরু ১০০ ও খাসি ১৫০টাকা বেড়ে গরুর মাংসের দাম হয়েছে ৭০০ টাকা কেজি ও খাসির মাংসের দাম ১০০০ টাকা। এছাড়াও দেশি মুগরি ৫০০টাকা, সোনালী মুরগি ২৭০টাকা কেজি ও বয়লার মুগরির দাম ১৮০ টাকা কেজি। দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের নাভিস্বাস অবস্থা। অন্যদিকে বেড়েছে শাক-সবজি, মাছ, তেল,কাচাতরকারীসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় মাংস ও মাছ বাজারে ঘুরে দেখা যায়, গরুর মাংস ৭০০ টাকা কেজি ও খাসির মাংস ১০০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৬৫০ টাকা বড় ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রুই মাছ ২২০ থেকে ২৬০ টাকা কেজি, মিরকা ২৪০ টাকা কেজি, টেংরা মাছ ৫০০থেকে ৮০০ টাকা কেজি, তেলাপিয়া ২৫০টাকা, জাপানী মাছ ২৪০টাকা, পাংগাস মাছ ১৮০ থেকে ২২০টাকা কেজি, ছিলবার ১৪০ থেকে ২৪০ টাকা, লাল ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকা হালি, সাদা ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও খোলা সোয়াবিন তেল ১৭০ টাকা কেজি ও এক লিটার বতলের তেল ১৭০ টাকা এবং মশুর ডাল মোটা ১১০ ও দেশী ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি দিনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার করনে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। বাড়ছে ক্রেতাদের মধ্যে ক্ষোভ।
চাঁচকৈড় সবজি বাজার ঘুরে জানা যায়, আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিজি, ফুলকপি ৪০ টাকা কিজি, লাউ ৪০ টাকা পিস, বেগুন ৬০ টাকা কিজি, আনাজ ৬০ টাকা কিজি, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, টমেটার কেজি ৪০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা ও শসা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চাঁচকৈড় বাজারের মাংস বিক্রেতা মোঃ জাহানগরী মন্ডল ও মোঃ জামবু মন্ডল বলেন, হাটে প্রতিটা গরুর দাম ৮থেকে ১০ হাজার টাকা বেশি দরে কিনতে হচ্ছে তাই মাংসের দামটা বেশি।