প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৩ পিএম আপডেট: ০৪.০২.২০২৪ ৩:৩১ পিএম | অনলাইন সংস্করণ
২০২৩ সালের ১৭ এপ্রিল, হটাৎ করেই বিকাল ৫ টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইলে একটি একটি হুমকি বার্তা আসে। বার্তার লেখা ছিল ২৭ ই এপ্রিল ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪ টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর। মহারণের সাক্ষী হবে ২৭ এপ্রিল। ইমেইল-এর বডিতেও একই হুমকি বার্তা লেখা ছিল। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসির প্রধান মোঃ আসাদুজ্জামান।
বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ডিএমপি সহ পুলিশ হেডকোয়ার্টারকে জানায় ডিএমপি মিডিয়া সেল । তার পরই সিটিটিস’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তির সহায়তা নিয়ে বার্তা প্রেরণকারীকে সনাক্ত করতে সক্ষম হয় সেইসাথে বার্তা প্রেরণকারী ব্যক্তির নাম নাম দীন ইসলাম বাদল বলে নিশ্চিত হয় । হুমকি বার্তা প্রদানকারী সৌদিআরবে অবস্থান করছে বলেও জানতে পারে সিটিটিসির চৌকশ টিম ।
পরবর্তীতে ইন্টারপোল ও ডিপ্লোমেটিক চ্যানেল এবং সৌদি সরকারের সহায়তা নেয় বাংলাদেশ পুলিশ । সৌদি সরকার তদন্ত শেষে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দীন ইসলাম ও তার সহযোগী কবির হোসেনকে আটক করে বাংলাদেশে প্রেরণ করলে তাদের হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ ।
গ্রেফতারের সময় দীন ইসলামের কাছ থেকে হুমকি প্রদানকারী ইমেইল অ্যাড্রেসটির রিকভারী মোবাইল নম্বরসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ভোরের পাতা/এমআরআই