প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
দেড় মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত হতে আলু আমদানি শুরু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে আলুবোঝায় একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আলুগুলো মুক্তা এন্টারপ্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করছেন। এখন পর্যন্ত একটি ট্রাকে ২৫ টন আলু আমদানি হয়।
এদিকে আলু আমদানির খবরে খুচরা বাজারে এক দিনের ব্যবধানে কমেছে দেশি আলুর দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে দেশি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। ভারত থেকে আমদানি হবে- এমন সংবাদে খুচরা বাজারে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
ভোরের পাতা/আরএস