বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার   ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা   রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম   ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়   দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ   হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!   চট্টগ্রামে আইনজীবী হত্যা ঘটনায় জামায়াতের বিবৃতি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নিবন্ধনের সময় বাড়াতে ধর্ম মন্ত্রণায়লকে হাবের চিঠি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৫ পিএম | অনলাইন সংস্করণ

সার্ভার জটিলতার কারণে ৪ হাজারের বেশি মুসল্লি হজ নিবন্ধন করতে পারেননি। ফলে চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়াতে ধর্ম মন্ত্রণায়লকে চিঠি দিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে, হজযাত্রী নিবন্ধনের জন্য তৃতীয় দফায় সবশেষ আটদিন সময় বাড়ানো হয়। যা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)। হজ এজেন্সি ও হজে যেতে ইচ্ছুকদের দাবির প্রেক্ষিতে তৃতীয় দফায় এই সময় বৃদ্ধির পরও বাংলাদেশের জন্য বরাদ্দ হজ কোটা পূরণ হয়নি।

তাই হজযাত্রী নিবন্ধনে আবারও সময় বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাব। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিবন্ধন সার্ভার ডাউন থাকা ও পাসপোর্ট পাওয়ার দীর্ঘসূত্রিতার কথা।

হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, সময়সীমা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। আশা করছি, তারা সময় বাড়াবে। অনেকের পাসপোর্ট জটিলতা ছিল। আবার ধর্ম মন্ত্রণালয়ের সার্ভার ডাউন ছিল। তাই অনেক হজযাত্রী নিবন্ধন করতে পারেনি।

এখন পর্যন্ত এ বছরের হজযাত্রীর কোটা পূরণ না হওয়ার কারণ সম্পর্কেও জানান হাব সভাপতি। বললেন, এ বছর নির্বাচন ছিল, এটাও একটা কারণ হজযাত্রী কমার। এখন অনেকে ওমরাহ করতে ইচ্ছুক, এটাও আরেকটা কারণ। অনেক আবার ভাবেন যে, ওমরাহ করতে গেলে হজের ফরজ পালন হয়ে যাবে। এছাড়া হজের তুলনায় ওমরাহ খরচ অনেক কম।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তবে, সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭৯ হাজার ৬১১ জন। ফলে কোটা পূরণ হতে এখনো প্রায় ৪৭ হাজার নিবন্ধন বাকি।


ভোরের পাতা/আরএস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]