বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার   চিন্ময় ইসকনের নয়, তার কাজের দায় নেব না: চারু দাস   র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ   হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা   সেন্ট গ্রেগরির স্কুল খুলছে শনিবার, বন্ধ থাকবে কলেজ   প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন আবদুল হাকিম   ইসকন ইস্যুতে যে পদক্ষেপ নিল সরকার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইজতেমায় অংশ নিতে আসা ২ মুসল্লির মৃত্যু
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৩ এএম | অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ৫৭তম প্রথম পর্বের ইজতেমার ২ মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল উদ্দিন (৪০)।

নিহত ইউনুছ মিয়ার সঙ্গে থাকা মুসল্লি মজিবুর রহমান জানান, একটি কাফেলায় তারা ২৩ জন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ইজতেমার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মধ্যে ইউনুছ মিয়া টঙ্গীর কাছাকাছি আসার পর দুবার বমি করেন এবং বাসের ছিট থেকে হেলে পড়েন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা আক্তার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মুসুল্লির মৃত্যু হয়েছে।’

অপরদিকে, বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জন মুসুল্লির একটি জামাত টঙ্গীর ইজতেমা ময়দানে আসে। ওই দলের আমির (দলনেতা) মনসুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত মুসুল্লি জামালসহ কয়েকজন রাতের খাবার প্রস্তুত করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মুসল্লির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির আমির প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, এখন পর্যন্ত ইজতেমায় অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]