প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:০৭ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই জিতেছে আওয়ামী লীগ।
নির্বাচনসহ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায় না রাশিয়া। দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।
বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যেকোনো সময় চুক্তি হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। এর ফলে বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
ভোরের পাতা/আরএস