প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:২২ পিএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী একটি রুশ সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন।
বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ।
এতে বিমানের ভেতর থাকা ৬৫ জন যাত্রীর সবার মৃত্যু হয়েছে। ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে তাদের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।