প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৬:৫২ পিএম | অনলাইন সংস্করণ
টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক বার্তায় তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন ফুমিও কিশিদা। পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে শেখ হাসিনার সঙ্গে কাজ করতে জাপানের ইচ্ছা আছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।
এর আগে, ভোটের পর গত ৯ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায়, তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে জাপান বরাবরই সবচেয়ে বড় সহযোগী।
প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া শরিক দলের দুইজন নৌকা নিয়ে ভোটে লড়ে জয় পেয়েছেন। এই নির্বাচনে নিরঙ্কুষ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এলো আওয়ামী লীগ।
গত ১০ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। একইদিন শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরে ১১ জানুয়ারি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এর আগে, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।