প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদীর রায়পুরায় র্যাব-১১ এর পৃথক অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে র্যাবের পক্ষ থেকে রায়পুরা থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত হোসেন আলীর ছেলে মো: মিঠু (২৮), রংপুরের পীরগাছা এলাকার বাবুল আক্তারের ছেলে চালক মো: সেলিম আহম্মেদ হোসেন (৩৬), আরিফ (২২) ও মো: আজিজ (৩৫), জামালপুরের দেওয়ানগঞ্জ এর ওয়াজেদ আলীর ছেলে মো: জুয়েল (২০) ও রাজিব (২৮)।
রায়পুরার থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।