প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে পদ্মা নদীতে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিতে নয়টি পণ্য বোঝাই ট্রাকের মধ্যে পঞ্চমতম ট্রাক উদ্ধার করা হলো। ইউটিলিটি ফেরি রজনীগন্ধার সহকারী মাষ্টার হুমায়ন কবিরের মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ঘটনা স্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এমন তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান।
নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভান্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।
ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ফেরি ইউটিলিটি রজনীগন্ধার সহকারী মাষ্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি সনাক্ত করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া ফেরি থেকে আরো একটি ট্রাক উদ্ধার করেছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরিডুবির ৬ দিনে মোট পাঁচটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পরেই ২০ জনকে জীবিত উদ্ধার করে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ফেরি ইউটিলিটি রজনীগন্ধার সহকারী মাষ্টার হুমায়ুন কবীরের লাশ প্রায় ১৩ কিলোমিটার দূরে পাওয়া গেছে। সহকারী মাষ্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি সনাক্ত করেছেন।
পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট পাঁচটি ট্রাক উদ্ধার হলো ইউটিলিটি ফেরি রজনীগন্ধা থেকে। আর একটি ট্রাকের সন্ধান পাওয়া গেছে খুব শিগগিরই ওই ট্রাকটিও উদ্ধার করা হবে।