প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১২:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ঝিনাইদহ জেলার সদর এলাকায় হাতের কব্জি ও পা বিচ্ছিন্ন করে বরুন ঘোষ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামী তন্ময়’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ।
র্যাব জানায় ভিকটিম বরুন কুমার ঘোষের সাথে আসামি তন্ময়সহ আরো কয়েকজন আসামির সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। জানা যায় মাঝে মাঝেই আসামিরা ভিকটিম ও তার পরিবারের লোকজনকে হুমকি দিতো । গত ০৯ জানুয়ারি সন্ধ্যায় বরুন ইজিবাইকে করে ব্যাক্তিগত কাজে বাইরে বের হয় । বরুন ঝিনাইদহ সদর থানার হামদহ শেখপাড়া এলাকায় পৌছা মাত্র পূর্ব হতে ওত পেতে থাকা এজাহার ভুক্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক থেকে নামিয়ে রাম-দা, চাপাতি দিয়ে এলোাপাথারি ভাবে কুপিয়ে ভিকটিমের আঙ্গুল,ডান হাতের কব্জি ও বাম পা হাটু থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন করে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।