প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১২:৫৮ এএম | অনলাইন সংস্করণ
আরও পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর থাকছে টাটা গ্রুপ। যার জন্য প্রতি মৌসুমে তাদের খরচ করতে হবে ৫০০ কোটি রুপি। পাঁচ বছরে যার পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৫০০ কোটি।
আইপিএলের ইতিহাসে টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড এটি। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, 'আগামী ২০২৪-২৮ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপকে পাওয়া আইপিএলের পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক। টাটা গ্রুপের সঙ্গে দুই হাজার ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তি ক্রীড়া জগতে আইপিএলের বিশাল মূল্য এবং জনপ্রিয়তার একটি প্রমাণ।'
দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে এর জন্য দায়ী করা হয়।
২০২০ মৌসুমের জন্য ড্রিম ইলেভেনকে টাইটেল স্পন্সর করে আইপিএল। পরের মৌসুমের জন্য অবশ্য আবার ফিরে আসে ভিভো।
২০২২ সালে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে যোগ দেয় টাটা। প্রতি মৌসুমে ৩৬৫ কোটি রুপি করে দেয়ার চুক্তি করে তারা। দুবছর এই চুক্তি সম্পন্ন করার পর এবার নতুন করে তাদের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াল বিসিসিআই।