বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সায়নাইড দিয়ে ১৪ জনকে হত্যা করায় নারীর মৃত্যুদণ্ড   সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর   রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ   কলকাতায় তৈরি হচ্ছে গুলশান কলোনি: বিজেপি   এশিয়া কাপের দল ঘোষণা করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ   আবারও বাড়ল স্বর্ণের দাম   নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আশুলিয়ায় স্ত্রীকে হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর সুমাইয়া (২০) হত্যাকান্ডের মূলহোতা তার স্বামী শেখ রাব্বি হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন বেটালিয়ন র‍্যাব-৪ ও র‍্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল। 

শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান এরআগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর থানার রহিতা শেখপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

নিহত সুমাইয়া খুলনার পাইকগাছা থানাধীন মালথ এলাকার মনির উদ্দিনের মেয়ে। সে তার স্বামীর সঙ্গে আশুলিয়ার জিরাবো এলাকার ইয়াকুব আলীর বাড়িতে ভাড়া থাকতো।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১১ই জানুয়ারি বিকালে আশুলিয়ার জিরাবো এলাকায় জনৈক ইয়াকুব আলীর ভাড়া বাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে র‍্যাব ৪, সিপিসি ২ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং র‍্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে  মৃতদেহ সনাক্ত করেন। 

পরে বিষয়টি নিহতের পরিবারকে জানানো হলে সুমাইয়ার ভাই বাদী হয়ে গত ১২ই জানুয়ারি আশুলিয়া থানায় শেখ রাব্বি হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৪, সিপিসি-২ হত্যার রহস্য উদঘাটনে ছায়া তদন্তে নামেন। এক পর্যায়ে র‍্যাব ৪ সিপিসি ২ নিশ্চিত হয় যে, ঘটনার মূলহোতা সুমাইয়ার স্বামী রাব্বি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৪ সিপিসি-২ ও র‍্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে যশোর থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী জানায়, তিন বছর আগে গার্মেন্টসে চাকুরী করার সুবাদে সুমাইয়ার সাথে পরিচয় হয় তার। পরিচয়ের একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরবর্তীতে বিয়ে করে। বিয়ের দুই বছর পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা এবং কলহ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় ১১ই জানুয়ারি দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে রাব্বী ক্ষিপ্ত হয়ে সুমাইয়াকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে কক্ষে তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামী নিহত সুমাইয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবির ক্যাপশনঃ র‍্যাবের হাতে গ্রেফতার আশুলিয়ার চাঞ্চল্যকর সুমাইয়া হত্যাকান্ডের মূলহোতা শেখ রাব্বি হোসেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]