সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই   দুর্গম পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, নিহত ২৩   পাঁচ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন   ছাগলকাণ্ডের মতিউরের বিদেশ যাওয়া অনুমতির রিট খারিজ   ইন্টারনেট সেবা বন্ধ পাকিস্তানে   নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সারজিস আলম   মোল্লা কলেজে নজরুল-সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মাসের শেষ নাগাদ বৃষ্টি হতে পারে : আবহাওয়া অধিদফতর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ

চলতি মাসের শেষ নাগাদ খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেয়া সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া, দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও এলাকায় বিস্তার ঘটাতে পারে।

শনিবারে পাওয়া সবশেষ তথ্য অনুসারে- নওগাঁ’র বদলগাছিতে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (শনিবার) দেশের কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার ঘনত্ব কমে আসায়, সারাদেশে দিনের বেলা শীতের অনুভূতি কম থাকবে। তবে, রাতে অনুভূত হবে শীত।

এদিন, রাজধানী ঢাকায় দিন ও রাতে অর্থাৎ সবসময়ই শীতের অনুভূতি কম থাকবে। ইতোমধ্যে কুয়াশা সরে যাওয়ায় ঢাকায় দেখা মিলছে সূর্যেরও। অবশ্য, উত্তরের জনপদগুলোয় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষজন। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই তাদের যেতে হচ্ছে কর্মস্থলে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে অধিদফতর জানিয়েছে, এ সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আর আগে গত ১৮ জানুয়ারি বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। হয়েছিলও তাই। ওইদিন খুলনা, যশোর, বরিশালসহ দেশের দক্ষিণের নানা স্থানে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল রাজধানীতেও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]