প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ১:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
২০১১ সালে নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরহাদ হোসেন মন্ডলকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ জানায়, ভিকটিম মোছাঃ ফাতেমা বেগমকে ২০০১ সালে ইসলামী শরিয়তের বিধান মোতাবেক বিয়ে করে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ১৫,০০০/-টাকা শ্বশুরের নিকট হতে গ্রহন করে। পরে আরও টাকা যৌতুক হিসেবে দাবি করে ফরহাদ । ভিকটিমের বাবা টাকা দিতে না পারায় ফাতেমার উপর অমানুষিক নির্যাতন চালাতে শুরু করে ফরহাদ । এভাবে এক পর্যায়ে ভিকটিমকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে ভিকটিমের স্বামী ফরহাদ ।
ঘটনার দীর্ঘ ১৩ বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১৭ জানুয়ারীতে ফরহাদের মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।