প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ১২:২৪ পিএম | অনলাইন সংস্করণ
বড় অঘটন থেকে বেঁচে গেল বাংলাদেশে বিমানের একটি উড়োজাহাজ। মাঝ আকাশে ককপিটের উইন্ড শিল্ড ফেটে যাওয়ার ঘটনায় বিমানের দাম্মামগামী ফ্লাইট-বিজি থ্রি ফোর নাইন ঢাকায় জরুরী অবতরণ করেছে।
শনিবার বিকেল ৪ টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদী আরবের দাম্মামের উদ্দেশ্যে ২৮৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে ফ্লাইটটি। আকাশে ওড়ার প্রায় ২ ঘন্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন তানিয়া বোয়িং সেভেন এইট সেভেন, নাইন সিরিজের এয়ারক্রাফটির সামনের কাঁচে ফাটল দেখতে পান। পরে তিনি বিষয়টি ফ্লাইটের ফাস্ট অফিসার আতিয়ারের নজরে আনেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন তারা। দুর্ঘটনা এড়াতে দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোল। পরে ফ্লাইটটি ভারতের আকাশসীমা থেকে আরও প্রায় ২ ঘন্টা উড়ে নিরাপদে হজরত শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে।
ক্রুসহ ২৯৭ জন যাত্রীকে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে নেয়া হয়েছে। ফ্লাইটের ক্যাপ্টেন তানিয়া ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।