বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে   আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৭ বছরের সাজা বাতিল   শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ দুপুরে   টিভিতে আজকের খেলা   সোনামসজিদ বন্দর দিয়ে আসছে না পণ্য, বাড়ছে আলু-পেঁয়াজের দাম   গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : জিএম কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৮:১৫ পিএম | অনলাইন সংস্করণ

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি খুব একটা খারাপ ফলাফল করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বললেন, নির্বাচনের আমরা খুব একটা খারাপ ফলাফল করিনি। এই ফলাফলেও আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা রাখার সুযোগ আছে। এরচেয়ে বিকল্প ভালো কিছু চোখে পরেনি।

শনিবার (২০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনদিনের ব্যক্তিগত সফরে আজ রংপুর এসেছেন জাপা চেয়ারম্যান। রংপুরে পৌঁছে জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

যেকোনো পর্যায়ে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে উল্লেখ করে জি এম কাদের বলেন, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এরপরই রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য রয়েছে। এছাড়া সরকারের সহমতের একটি দল আছে। এই কারণে আমরা মনে করি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ কারণে জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকা দেয়া হতে পারে বলে মনে করছেন তিনি। জানালেন, সরকার যদি জাতীয় পার্টিকে সেই ধরনের স্বীকৃতি না দেয়, তাহলেও দেশ ও জাতির কল্যাণে দলটি সরকারের সমালোচনা করবে, খারাপ জিনিসগুলো তুলে ধরবে।

বিরোধী দল হওয়ার রেজ্যুলেশনের কপি স্পিকারের কছে পৌঁছে দেয়া হয়েছে দাবি করে জি এম কাদের বলেন, জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত মোতাবেক আমাকে বিরোধী দলীয় নেতা, আনিছুল ইসলাম মাহমুদকে উপনেতা, মুজিবুল হক চুন্নুকে চিফ হুইপ ও হাফিজ উদ্দিনকে হুইপ করে স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, সংসদ বসার আগে বা বসার দিন এই বিষয়টি জানতে পারবো।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, জাতীয় পার্টি কি আবারও ভাঙছে? জবাবে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রের শিকার। বিভিন্ন সময় জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এবারের নির্বাচনের পরেও আমাদের লোকজনকে ভুল তথ্য দেয়া হয়েছিল। পরে তারা নিজেরাই বিষয়টি বুঝতে পেরেছেন।

এ সময় দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির ও সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]