প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৪:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাঁদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে নিয়ে যায়। শনিবার ফেরার পথে রুম-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি ভি-৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত পর্যটকরা মাগুরার বাসিন্দা বলে জানা গেছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক গণমাধ্যমকে জানান, হতাহতদের উদ্ধারে কাজ চলছে। তাদের পরিচয় পরে জানানো হবে।