শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা   কলকাতা নিউমার্কেটের ব্যবসায় ধস   ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে   আজমির শরীফসহ ভারতের একাধিক মুসলিম ঐতিহাসিক স্থান ধ্বংসের পরিকল্পনা   পাগলা মসজিদে চার ঘণ্টায় মিলল ৬ কোটি টাকা, চলছে গণনা   ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত’   জোড় ইজতেমায় ১৮ দেশের মুসল্লি, একজনের মৃত্যু   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে : জো বাইডেন
আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ

হুতিদের ওপর মার্কিন হামলা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি হামলা বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে ইয়েমেনে গোষ্ঠীটির ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

একটি মার্কিন জাহাজে হুতিদের ড্রোন হামলা পর বৃহস্পতিবার ইয়েমেনে পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী ‘হুতি ক্ষেপণাস্ত্রের একটি রেঞ্জ জব্দ করেছে’ যেগুলো লোহিত সাগরের দিকে ছোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি বলেন, বুধবার এবং বৃহস্পতিবার আবারও আমেরিকা হামলা করেছে।

ওয়াশিংটনে বাইডেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় কাজ হচ্ছে কি-না। জবাবে তিনি বলেন ‘না।’

সাংবাদিকরা জানতে চাইলেন, ‘তারা কি হামলা চালিয়ে যাবে?’ এর জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ।’

একটি বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা বৃহস্পতিবার ‘দুটি হুতি ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরে লক্ষ্যবস্তু করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল।’

স্থানীয় সময় দুপুর ১:৪০টা নাগাদ ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে’ এবং সেগুলোকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মতে, ‘ইউএস বাহিনী পরবর্তীতে আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে।’

পরে এক ব্রিফিংয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমাদের নেওয়া পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]