শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু    ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল   রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে   শৈত্যপ্রবাহ কবে হবে জানালো আবহাওয়া অধিদপ্তর   কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ   বিদেশ যেতে দেয়া হলো না সুবর্ণাকে   একুশে আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় রোববার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:২৩ পিএম আপডেট: ১৯.০১.২০২৪ ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ জেলা পাবনা থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।‌

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি বঙ্গভবনে ফেরেন বলে জানা গেছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পাবনার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এসময় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পুলিশ সুপার আকবর আলী মুন্সি রাষ্ট্রপতিকে বিদায় জানান।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, চার দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি ঢাকায় চলে গেছেন। তার পাবনা সফর ফলপ্রসূ হয়েছে। সব পোগ্রাম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেল ৩ টায় রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। ওই দিনই সন্ধ্যায় পাবনা সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি পাবনা ডায়াবেটিকস সমিতিতে যান। পরে প্যারাডাইস সুইটস ঘুরে রাতে যান স্মৃতিবিজড়িত প্রিয় সংগঠন পাবনা প্রেস ক্লাবে। সেখান থেকে রাষ্ট্রপতি গাড়িতে করে ফেরেন সার্কিট হাউসে।

পর দিন বুধবার সকাল ১১টার দিকে পাবনা সদরে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর দুপুরে শহরের দিলালপুরে শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। রাতে শহরে বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণের কথা জানান। পর দিন বৃহস্পতিবার বিকেলে রূপকথা ইকো রিসোর্টে পিঠা উৎসবে যোগ দেন রাষ্ট্রপতি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]