প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বিমান হামলা চালিয়েছে ইরান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলায় দুই শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুতর হতে পারে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলার ঘটনায় দুই নিষ্পাপ শিশু নিহত হওয়ার পাশাপাশি তিন মেয়ে আহত হয়েছেন।’
এরইমধ্যে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
বুধবার (১৭ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ইরানে অবস্থান করছেন; তিনি আপাতত ফিরছেন না।
এছাড়াও ইসলামাবাদ আসন্ন দিনগুলোতে পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পনা করা সব উচ্চ-পর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।