প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ২:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
আদালত অবমাননার অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তলবে হাইকোর্টে হাজির হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপিপন্থী আইনজীবীদের সাথে নিয়ে এজলাসে প্রবেশ করতে দেখা যায় তাকে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে, গত বছর ১৭ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত রুল জারি করে আদালত অবমাননার অভিযোগে নুরকে তলব করেন হাইকোর্ট। এছাড়া, তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়।
ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে বিষয়টি বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।